ছোট দু’টো হাত

ঝরে পড়তে পড়তে শুনি ঝর্ণার জলের শব্দ। বুনোফুল ভেসে ভেসে...কয়েকটা জল-পাখি কাদায় কি যেন খুঁটে খাচ্ছে। জীবনের স্বর।

মাটি খাবলে ধরেও ঘরটায় থাকতে পারছি না। জাতিংগার পাখি...চাঁদের আলোকে জল ভেবে কাগজের নৌকা ভেসে যাচ্ছে। আমারও যেতে হবে। আমিও এক পা দু’ পা করে...পা জড়িয়ে ধরে ছোট দুটো হাত।


Comments

Popular Posts