বুনোহাঁস

ঝিরঝির ক’রে বৃষ্টি ঝরছে। সেই সকাল থেকে। গাছপালার সাম্রাজ্যের ভিতর একটা বুনোহাঁস বসে আছে। চারপাশে নরম শ্যাওলা। হাঁসের গায়ে বৃষ্টির জল পড়ে গড়িয়ে যাচ্ছে। হাঁস কি জলে ভেজে?

নীল রঙের একটা জলপোকা একদম ভিজে গিয়ে কোনমতে পা টেনে টেনে ঘাসের উপর দিয়ে চলেছে। এভাবে একটু এগিয়ে যাওয়াটুকুই আপাততঃ স্বপ্ন ওর ।
গলার কাছের ময়ূরকন্ঠী রংটুকু নিয়ে গর্ব বুনোহাঁসটার। এই রঙে সাথী খুঁজে পায় ও। মৃত্যুর আগে পর্যন্ত তারপর সেই সাথী ফেলে কোথাও যায় না বুনোহাঁস ।
ঝিরঝির ক’রে বৃষ্টি ঝরছে। মানুষের পথ বুনোহাঁসের পথের মত নয়।



Comments

Popular Posts