ময়ূরকন্ঠী পাখির গল্প

রেড বেলুন’ য়ে উড়ছি  লামোরিসের ‘রেড বেলুন’  এই স্বপ্ন কতবার যে দেখেছি  বেলুনটা আমার জন্ম না হওয়া মেয়ের গালের মতই টস্টসে‌‌ লাল  হাতের পাতা নিশ্পিশ্‌ করছেএকটু যদি ছুঁতে পারতাম । ওকে একবারশুধু একবার 

কোয়াসিমোদোর ঘন্টা বাজছে  দূরে জিপ্সি এস্মেরেলদাআমার এস্মেরেলদা  যে কোন গল্পের শুরুতেই এমন ময়ূরকন্ঠী পাখি থাকেঠোঁটের লালায় ভালোবাসা  হীরার কাঠি আর সোনার কাঠি গুঁজে গুঁজে বাড়ি ঘর তার আকাশে ম্যাপল গাছ 

ছুঁই ছুঁই হাত মাইকেল এঞ্জেলোর ছবি  প্রায় আঙ্গুল ছুঁয়ে ফেলেছি  ঠিক তখন তুমি হাতটা ছেড়ে দিলে  মহাশূন্যে আন্তারেস জ্বলছে  নিজের নিঃশ্বাসে শব্দ নেই  হাতের উপর চোখের জলটুকু ফেলে রেখেহারিয়ে যাওয়ার এইসব গল্পগুলো আমার মেয়ের কিংবা ওই বেলুনটার কখনো আমার মত করে শিখতে হয়নি 

যদিও এতক্ষণে আমি রেশমি গুটিপোকা হতে গিয়ে তুঁতপাতা খেয়ে খেয়ে নিজের শরীর কেটে নিজেই বের হয়ে এসেছি 


Comments

Popular Posts