রেইনবো শার্ক

আমার আরো মনে হ’ল কোথায় যেন পড়েছিলাম, এ্যাকোয়ারিয়ামের মাঝখানে যদি একটা কাচ দিয়ে তাতে মাছ ছাড়া হয় তবে মাছগুলো কাচ দিয়ে ছোট হয়ে যাওয়া জলের ভিতরই সাঁতার কাটতে থাকে।

 পরে কাচ সরিয়ে নিলেও এ্যাকোয়ারিয়ামের গোল্ডফিশ, গাপ্পি, ব্ল্যাক মলি, রেড মলি, কিসিং গৌরামি, জেব্রা, ব্ল্যাক উইডো টেট্রা, ওডেসা বার্ব কিংবা রেইনবো শার্ক কেউই বহুক্ষণ কাচ সরে যাওয়া বেশি জলের ভিতর আর সাঁতার কাটে না। 

কে জানে মাছগুলো হাতিবাগানের হাট থেকে ছোট প্লাষ্টিকের প্যাকেটে করে, অটোরিক্সাতে চেপে, কোলকাতার সব মধ্যবিত্ত জীবনে রবিবারের আনন্দ দিতে আসতে গিয়ে, ইচ্ছে করেই হয়ত সমুদ্রে ভাসবার স্বপ্ন ভুলে যায়। 

তারপর থেকে অভ্যস্ত জীবনের ঐশ্বর্য মানে শুধু ছোট প্লাষ্টিকের ব্যাগ থেকে আর একটু বড় প্লাষ্টিকের ব্যাগে ঢুকে পড়া। ছোট এ্যাকোয়ারিয়াম থেকে বড় এ্যাকোয়ারিয়ামে মাসে একবার জল বদল করা।



Comments

Popular Posts