কনে দেখা আলো

 

সেদিন কনে দেখা আলোতে আমি তাকে দেখেছিলাম। কী অপার্থিব সে আলো। মেয়েটির চোখগুলো জলে ভেজা ছিল। যে জীবন মানুষের কাছে শুয়ে আছে আর যে জীবন সে কোনদিন পাবে না তার মাঝের দূরত্ব তারাদের দূরত্বের থেকে বেশি।
কনে দেখা আলোতে শুধু মেয়ে নয়গাছের শরীরও রঙ বদলায় । জলপাই রঙ হলদে আলোয় ভেসে যায় । মনে হয় হঠাত্‌ করে কারো চোখের জল বুঝি মাটিতে পড়ে আছে। যে সব অন্ধকার আলোর থেকে কালোতাদের ভালোবেসে ফেলতে ইচ্ছে করে। 
কোন না কোনদিন সব পথেই আলো জ্বলে।

Comments

Popular Posts