তোমার আস্তার্তে, তোমার অহল্যা

 



‘Oh close. You're close
Someone, come shine a light
Oh near. So near
But just out of sight’

-“Where are they now”
Al Stewart

থেকে থেকেই চোখে আমার জল উপচে পড়ছে। জল কুড়াতে চোখের নিচে হাতের পাতা মেলে রেখেছি।
বুকের ভিতর মানুষ কিভাবে কষ্ট বয়ে বেড়ায়? 'আস্তার্তে'!

জোনাকির মোড়ে’ কথা হয়েছিলো । ভয় এত বেশি ভয়। লাল লাল মুঠো মুঠো সী আর্চিন। হেঁটে হেঁটে দাঁতে শ্যাওলা কামড়ে স্থির।

সাগরের নিচে ম্যাগনোলিয়া ফুটেছিলো । বেগুনিরঙ কচুরিপানা । লাল লাল মুঠো মুঠো সী আর্চিন...

প্যাপিরাস জড়ো করে আগুন জ্বালালে স্বপ্নের ভারেই শুধু অহল্যা পাথর’ । প্রেম চোখের পাতা ভরা জোনাকি।

Comments

Popular Posts